পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 10:46 AM
Updated : 24 Oct 2018, 10:46 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৮২ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৬৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা কম।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪৫টির, অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশ‌মিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২১৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।