পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের দ্বিতীয় বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 10:50 AM
Updated : 15 Oct 2018, 10:51 AM

সোমবার দিন শেষে ঢাকা ও চট্টগ্রামের বাজারে শেয়ারের প্রধান সূচক এক শতাংশের বেশি পড়েছে।

দুই বাজারেই লেনদেনের পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামও কমেছে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬২ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮২ কোটি ৬৮ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৫টির, কমেছে ২২৭টির ও অপরিবর্তিত রয়েছ ৩৭টির।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ২২ কোটি ২১ লাখ টাকা।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২১৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৮২ পয়েন্টে অবস্থান করছে।