সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 11:05 AM
Updated : 10 Oct 2018, 11:05 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৬০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮০১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭২ লাখ টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২২৯টির, অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশ‌মিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯২২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৮০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।