সূচক বাড়লেও লেনদেন কম পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 10:23 AM
Updated : 9 Oct 2018, 10:49 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৬৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৮০১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ লাখ টাকা কম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৯৫টির, অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট বে‌ড়ে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ দশ‌মিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।