দুই কোম্পানির শেয়ারদর বৃদ্ধি অস্বাভাবিক

কোনো কারণ ছাড়াই শেয়ারের দাম বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 10:15 AM
Updated : 9 Oct 2018, 10:49 AM
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (ইউপিজিডিসিএল)।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২ অক্টোবর ছিল ৮ টাকা, যা ৮ অক্টোবর পর্যন্ত চার দিনে ২ টাকা ১০ পয়াসা বা ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়।

ইউপিজিডিসিএলের শেয়ারদর ২ অক্টোবর ছিল ৩২২ টাকা ৫০ পয়সা, যা ৮ অক্টোবর পর্যন্ত চার দিনে ৪১ টাকা ৩০ পয়সা বা ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৩ টাকা ৮০ পয়সায়।

কোম্পানি দুটির শেয়ারদর এভাবে বাড়ার কারণ জানাতে নোটিস পাঠায় ডিএসই। কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।