৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি অস্বাভাবিক

কোনো কারণ ছাড়াই শেয়ারের দাম বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 09:45 AM
Updated : 8 Oct 2018, 09:45 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এগুলোর মধ্যে মধ্যে পাঁচটি কোম্পানিই বস্ত্র খাতের: নুরানী ডাইং, আর্গন ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইল, ভিএসএফ থ্রেড ডাইং ও এমএল ডাইং। বাকি দুটি হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও সোনালী আঁশ।

রোববার পর্যন্ত কোম্পানিগুলোর দর বিভিন্ন মাত্রায় বেড়েছে।

এর মধ্যে নুরানী ডাইংয়ের শেয়ারদর ২৩ সেপ্টেম্বর ১৬ টাকা ৮০ পয়সা থেকে ৩২ শতাংশ, আর্গন ডেনিমসের শেয়ারদর ২৭ সেপ্টেম্বর ছিল ২৭ টাকা থেকে ৪ দশমিক ৪ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ২৫ সেপ্টেম্বর ১৩ টাকা ২ পয়সা থেকে ২১ দশমিক ২১ শতাংশ বেড়েছে।

একই খাতের ভিএসএফ থ্রেড ডাইংয়ের শেয়ারদর ২৪ সেপ্টেম্বর ২৫ টাকা ৪০ পয়সা থেকে ৫৩ দশমিক ১৪ শতাংশ ও এমএল ডাইংয়ের শেয়ারদর ২৫ সেপ্টেম্বর ১৯ টাকা ৫০ পয়সা থেকে ৩৫ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।

বীমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর ২৪ সেপ্টেম্বর ১৬ টাকা ৬ পয়সা থেকে ৫৭ দশমিক ৮৩ শতাংশ ও পাট খাতের সোনালী আঁশের শেয়ারদর ২৭ সেপ্টেম্বর ২৪২ টাকা ৮০ পয়সা থেকে ২৪ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

কোম্পানিগুলোর শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানাতে কোম্পানিগুলোকে নোটিস পাঠায় ডিএসই।

জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।