লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 10:34 AM
Updated : 7 Oct 2018, 10:34 AM

রোববার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা, যা আগের দিনের (গত বৃহস্পতিবার) চেয়ে প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ টাকা বেশি।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় এক কোটি ৪৫ লাখ টাকা বেশি।

লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে।