বিডি অটো ও লিগ্যাসি ফুটওয়্যারের লেনদেন চলবে

বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 05:45 PM
Updated : 2 Oct 2018, 05:45 PM

এই কোম্পানি দুটিকে স্পট মার্কেটে স্থানান্তর করা হয়েছে। আর মুন্নু জুট স্টাফলার্সের লেনদেনে স্থগিতাদেশ আরও ১৫দিন বাড়ানো হয়েছে। 
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে।

এই তিনটি কোম্পানির শেয়ার লেনদেন গত ১৬ অগাস্ট ৩০ দিনের জন্য স্থগিত করেছিল কমিশন। এরপর গত ১৬ সেপ্টেম্বর সময়সীমা আরও ১৫ দিন বাড়ায়।

মঙ্গলবার বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়ারকে স্পটে স্থানান্তর করলেও মুন্নুর লেনদেন স্থগিতই থাকল।

কোম্পানি তিনটির শেয়ারের অস্বাভাবিকভাবে দর বাড়তে থাকায় লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিডি অটোকারসের ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। আর লিগ্যাসি ফুটওয়্যারের একই সময়ে ইপিএস হয়েছে ০.৩৮ টাকা ও মুন্নু স্টাফলার্সের ২.৩৮ টাকা।