দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 08:06 AM
Updated : 30 Sept 2018, 08:06 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইফাদ অটোস এবং সাবমেরিন কেবলস কোম্পানির লভ্যাংশ ঘোষণার এ তথ্য প্রকাশ করা হয়।

ইফাদ অটোস

প্রকৌশল খাতের ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাত্ প্রতি শেয়ারে বিনিয়োগকারীরা পাবেন ২ টাকা ২০ পয়সা এবং প্রতি ১০০টি শেয়ারে বিনিয়োগকারীরা পবে নতুন ১০টি করে শেয়ার।

৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ দিচ্ছে ইফাদ অটোস। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। ১৮ অক্টোবর হবে রেকর্ড ডেট।

সাবমেরিন কেবলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ৮ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৮ অক্টোবর।