৪ ব্যাংককে ২১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ওয়ান ব্যাংককে বন্ড ছেড়ে ২১০০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 05:20 PM
Updated : 27 Sept 2018, 05:20 PM
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংককে ৭০০ কোটি, সোস্যাল ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংককে ৫০০ কোটি টাকা করে এবং ওয়ান ব্যাংককে ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি বন্ডের মেয়াদ সাত বছর।

সভায় আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়।