শেয়ার দিয়ে ঋণ পরিশোধ সুহৃদের

২৬ লাখ শেয়ার দিয়ে ৯ কোটি ৭৩ লাখ টাকা ঋণ পরিশোধ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 05:49 PM
Updated : 25 Sept 2018, 05:49 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

শেয়ার দিয়ে এনআরবি ব্যাংকের ঋণ পরিশোধ বা সমন্বয় করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

ব্যাংকটিকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩ জনের শেয়ার দেওয়া হয়েছে, যারা ঋণের গ্যারান্টার ছিলেন। তারা হলেন কোম্পানির তিন পরিচালক জাহিদুল হক, আনিস আহমেদ ও সায়েদা সায়মা আক্তার।

এনআরবি ব্যাংকের সঙ্গে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৭৩ লাখ টাকার ঋণ সমন্বয় হয়েছে ২৬ লাখ শেয়ার প্রদানের বিনিময়ে।

এ হিসাবে ব্যাংকটি সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার কিনেছে ৩৭ দশমিক ৪২ টাকা করে। তবে এই শেয়ারের বর্তমান বাজার দর ২৩ দশমিক ১০ টাকা।