সূচক-লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিন লেনদেন এবং সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 10:36 AM
Updated : 23 Sept 2018, 10:36 AM

রোববার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৫১ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয় ৭৪২ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের দিনের (গত বৃহস্পতিবার) চেয়ে প্রায় ৮৩ কোটি ৭৮ লাখ টাকা কম।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৫২টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৯টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৮৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে।