প্রথম দিনে এমএল ডাইংয়ের দর ১৪২% বেড়েছে

প্রথম দিনের লেনদেন শেষে এমএল ডাইংয়ের ১০ টাকার শেয়ারটির দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ২০ পয়সা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 12:38 PM
Updated : 17 Sept 2018, 12:38 PM

অর্থাৎ লেনদেনের প্রথম দিনে বস্ত্র খাতের এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ১৪২ শতাংশ।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসেইটে এ তথ্য পাওয়া যায়।

এমএল ডাইংয়ের শেয়ারটি সর্বোচ্চ ৩১ টাকা ৯০ পয়সা থেকে সর্বনিম্ন ১০ টাকার মধ্যে লেনদেন হয়েছে।

শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ২৪ টাকা ২০ পয়সা। এই দর নিয়ে মঙ্গলবার শেয়ারটির লেনদেন শুরু হবে।

সোমবার কোম্পানিটির ৬১ লাখ ৩৭ হাজার ৪২৫টি শেয়ার ১৫ কোটি ৭৫ লাখ টাকায় হাতবদল হয়েছে। লেনদেনের ভিত্তিতে এদিন ডিএসইতে এমএল ডাইংয়ের শেয়ারের অবস্থান অষ্টম।

গত ৯ আগস্ট কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটির আইপিওতে গত ৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

এমএল ডাইং ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা তুলেছে। যন্ত্রপাতি এবং কলকব্জা কেনা ও স্থাপনের জন্য এই অর্থ ব্যয় করবে কোম্পানিটি।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।