দরপতনে শুরু সপ্তাহ

সপ্তাহের প্রথম দিন দেশে দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন- দুইই কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 10:59 AM
Updated : 16 Sept 2018, 10:59 AM

রোববার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট কমে প্রায় পাঁচ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনও কমেছে।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৩৩ লাখ টাকা; যা আগের দিনের (গত বৃহস্পতিবার) চেয়ে ২৬০ কোটি ৫১ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৯টির ও অপরিবর্তিত রয়েছ ৩৬টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট কমে প্রায় এক হাজার ২৬৫ পয়েন্টে রয়েছে এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৭৯ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ কোটি ৪৪ লাখ টাকা কমে ২৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এই বাজারে লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১২৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।