বুধবার পুঁজিবাজারে আধা ঘণ্টা বেশি লেনদেন

দেশের দুই পুঁজিবাজারে বুধবার নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা বেশি লেনদেন হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 03:19 PM
Updated : 11 Sept 2018, 04:09 PM

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর‌্যন্ত লেনদেন হলেও বুধবার লেনদেন চলবে ৩টা পর‌্যন্ত।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫ বছরপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী রজতজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় লেনদেনের সময় বাড়ানো হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বিএসইসির রজতজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“সেই অনুষ্ঠানে ডিএসই, সিএসইসহ বিভিন্ন বোকারেজ হাউজের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়টি বিবেচনায় রেখেই লেনদেনের সময় বাড়ানো হয়েছে।”

বৃহস্পতিবার থেকে যথারীতি আগের সময় ধরেই লেনদেন হবে বলে জানান শফিকুর রহমান।