প্রথম দিনেই ভিএফএস থ্রেডের দর বেড়েছে ২০৭%

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের নতুন কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই ২১ টাকা ৩০ পয়সা দর বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2018, 01:54 PM
Updated : 9 Sept 2018, 01:59 PM

শতকরা হিসেবে দর বেড়েছে ২০৭ শতাংশ।

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫ টাকা দরে শেয়ারটির লেনদেন শুরু হলেও দিনশেষে ৩০ টাকা ৭০ পয়সায় শেষ হয়।

মোট ১৪ হাজার ২২৪ বারে কোম্পানিটির ৭০ লাখ ৫০ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল ২২ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৮৪ কোটি টাকা। মোট শেয়ার রয়েছে ৮ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮০০টি।

শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভেলু) ১০ টাকা।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে ভিএফএসটিডিএল; কোড ১৭৪৭৮।

গত ১৩ অগাস্ট ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। ১৯ জুলাই কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান হয়।

ভিএফএস থ্রেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করেছে। এ টাকা দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।

এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দেয় কমিশন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।