পুঁজিবাজারে সূচক কমেছে

দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 10:59 AM
Updated : 4 Sept 2018, 10:59 AM

মঙ্গলবার কৌশলগত অংশীদার হিসেবে শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জকে ২৫ শতাংশ শেয়ার হস্তান্তর এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেয় ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৮টির ও অপরিবর্তিত রয়েছ ৪২টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে প্রায় একহাজার ২৭১ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৯৫০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২ কোটি ৯৪ লাখ টাকা কমে ২৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে।