সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 10:52 AM
Updated : 3 Sept 2018, 10:52 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৪৭ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৭৪ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ০৪ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ২৫ লাখ টাকা কমে ২৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৪০ পয়েন্ট কমে ১৭ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।