লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 10:54 AM
Updated : 30 August 2018, 10:54 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচটি সূচকের মধ্যে কমেছে তিনটি; বেড়েছে দুটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে  ৭২২ কোটি ৩৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি।

বুধবার এই বাজারে ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার  ৬০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে  ১ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৬০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৬৪ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৪৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।