পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 11:04 AM
Updated : 27 August 2018, 11:04 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১১ কোটি ৭৬ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেয় ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৫৫ টির ও অপরিবর্তিত রয়েছ ৩৪ টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৭২ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪ কোটি ৬৫ লাখ টাকা বেড়ে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।