ঈদের ছুটি শেষেও সূচকের ঊর্ধ্বগতি

সূচকের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে ঈদের ছুটিতে গিয়েছিল দেশের পুঁজিবাজার; ছুটি শেষে প্রথম কর্মদিবসেও একই চিত্র দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 10:16 AM
Updated : 26 August 2018, 10:16 AM

ঈদ ও সাপ্তাহিক ছুটির পর রোববার প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ২৬ পয়েন্ট বেড়ে প্রায় পাঁচ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ২৪ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি ৮ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নেয় ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৯৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে।

ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস গত ২০ অগাস্ট (সোমবার) ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৫৭১ পয়েন্টে আর সিএএসপিআই প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছিল।