বিবিএস কেবলসের অস্বাভাবিক দরবৃদ্ধি

কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে দর বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 10:27 AM
Updated : 14 August 2018, 10:27 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

বিবিএস কেবলসের শেয়ার দর গত ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১০২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১২১ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সা বা ১৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই।

এর কারণ জানতে কোম্পানিটিকে নোটিস দেওয়া হয়েছে। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে গত ১৩ আগস্ট ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।