পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 11:32 AM
Updated : 13 August 2018, 11:32 AM

সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি ১৮ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছ ৩৬টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে প্রায় একহাজার ২২৮ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৭৫ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩ কোটি ৭৪ লাখ টাকা কমে ৩২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৮৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে।