ইউপিজিডিসিএলের ১১০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (ইউপিজিডিসিএল) শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 11:00 AM
Updated : 9 August 2018, 11:00 AM

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশের সিদ্ধান্ত নেয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

১১০ শতাংশ লভ্যাংশের মধ্যে ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

ঘোষিত লভ্যাংশ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ঢাকার বিমানবন্দর সড়কে আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫১ পয়সা। ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সায়।