বিআইএফসির নতুন পর্ষদে চেয়ারম্যান ইকতেদার

বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের ভোটাভুটিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 05:13 PM
Updated : 8 August 2018, 05:13 PM

ঢাকার রাওয়া কনভেনশন হলে মঙ্গলবার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত পর্ষদের প্রথম সভায় ইকতেদার আহমেদ সর্বসম্মতভাবে চেয়ারম্যান নির্বাচিত হন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাবেক জজ ইকতেদার আহমেদের সঙ্গে পরিচালনা পর্ষদে রয়েছেন অধ্যাপক এ এফ ইমাম আলী, ড. আবু নোমান মো. আবদুর রহিম, অধ্যাপক জি এম ফারুক খান, মাহবুবুর রশীদ ও ব্যারিস্টার মো. ওমর ফারুক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এজিএমে স্পন্সর শেয়ার হোল্ডারদের ভোটাধিকারের বিষয়ে হাই কোর্টের কোম্পানি বেঞ্চ সকল শেয়ার হোল্ডারদের ভোটাধিকার নিশ্চিতকরণসহ স্পন্সর ডাইরেক্টরদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার আদেশ দেন।

“সেই আদেশের আলোকে শেয়ার হোল্ডারগণ কোর্টের আদেশ মান্য করতে বললে গত বোর্ডের ডাইরেক্টরগণ হাই কোর্টের আদেশ অমান্য করে সভাস্থল ত্যাগ করলে উপস্থিত শেয়ার হোল্ডারগণ সর্ব সম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটের আয়োজন করেন।”

নবনির্বাচিত পরিচালকরা আর্থিক প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৬২.৫৯ শতাংশ শেয়ারধারীদের ভোটে নির্বাচিত হন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।