বেঙ্গল ফাইন সিরামিকস ও ডেল্টা স্পিনার্সের পরিচালকদের জরিমানা

অনিয়ম ও বিধি লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল ফাইন সিরামিকস ও ডেল্টা স্পিনার্সের পরিচালকদের (স্বতন্ত্র ও মনোনীতরা বাদে) প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 12:30 PM
Updated : 1 August 2018, 12:30 PM
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বুধবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেঙ্গল ফাইন সিরামিকস বিভিন্ন মেয়াদে হিসাব বিবরণী কমিশনে দাখিল করতে ব্যর্থ হওয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস লঙ্ঘন হয়েছে।

এজন্য কমিশন বেঙ্গল ফাই সিরামিকের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত ছাড়া) একলাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

রাইটের ইস্যুর সম্মতি পত্রের শর্তসমূহ ভঙ্গ করায় ডেল্টা স্পিনার্সের (ইস্যুয়ার) প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।