৫ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি অস্বাভাবিক

কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 08:56 AM
Updated : 22 July 2018, 08:56 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এগুলো হলো- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, আমান ফিড, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং বিডি ওয়েল্ডিং।

বেঙ্গল উইন্ডসোরের শেয়ারদর ৮ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ৩২.৩০ টাকা থেকে বেড়ে ৪৩.২০ টাকায় পৌঁছায়। অর্থাৎ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০.৯০ টাকা বা ৩৪ শতাংশ।

আমান ফিডের শেয়ারদর ১২ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ৫৪.৫০ টাকা থেকে বেড়ে ৬৫.৮০ টাকায় পৌঁছায়। অর্থাৎ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১.৩০ টাকা বা ২১ শতাংশ।

শাইনপুকুরের শেয়ারদর ১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৫.৭০ টাকা থেকে বেড়ে ২০ টাকায় পৌঁছায়। অর্থাৎ ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪.৩০ টাকা বা ২৭ শতাংশ।

ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারদর ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৩৫১.১০ টাকা থেকে বেড়ে ১৬৩৬.১০ টাকায় পৌঁছায়। অর্থাৎ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮৫ টাকা বা ২১ শতাংশ ।

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর ৯ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৭.৮০ টাকা থেকে বেড়ে ২১.৯০ টাকায় পৌঁছায়। অর্থাৎ সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৪.১০ টাকা বা ২৩ শতাংশ বেড়েছে।

কোম্পানিগুলোর শেয়ারদর এভাবে বাড়াকে অস্বাভাবিক ধরে নিয়ে ডিএসই কারণ জানতে চেয়ে নোটিশ দেয়।

জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে ১৯ জুলাই ডিএসইকে জানানো হয়, শেয়ারদর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।