এনআরবি কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 05:53 PM
Updated : 21 July 2018, 05:53 PM

শনিবার গুলশানে ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা কক্ষে ব্যাংকটির প্রথম বিশেষ সাধারণ সভা ও পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
 
সভায় ২০১৭ সালের জন্য ওই লভ্যাংশ ঘোষণা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
 
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তমাল এস এম পারভেজের সভাপতিত্বে সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ এবং  ব্যাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব উপস্থিত ছিলেন।
 
অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আবু বকর চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকের অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।