সায়হাম টেক্সটাইলের ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সায়হাম টেক্সটাইলের শেয়ারের দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 11:44 AM
Updated : 10 July 2018, 11:44 AM
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর ১৮ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২৩ টাকা ১০ পয়সায় পৌঁছায়। পাঁচ দিনে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ২০ পয়সা বা ২২ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক ধরে কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই।

জবাবে সোমবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।