ইউসিবিএলের ইপিএস কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) আগের বছর একই সময়ের চেয়ে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 11:32 AM
Updated : 10 July 2018, 11:32 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসেইটে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ১ টাকা ২৫ পয়সা।

অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস ২০ পয়সা বা ১৬ শতাংশ হারে কমেছে।

দ্বিতীয় প্রান্তিকের শেষ তিন মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ১ টাকা ১৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস আগের বছর একই সময় থেকে ৪১ পয়সা বা ৩৬ শতাংশ কমেছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৪ পয়সা।