ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার, লেনদেনের পাশাপাশি মূল্যসূচক বাড়ছে; সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 10:11 AM
Updated : 10 July 2018, 10:17 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে এক হাজার ৮৮ কোটি ১৯ লাখ টাকায় পৌঁছেছে।

এই লেনদেন চলতি ২০১৮ সালের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০১৭ সালের ১১ নভেম্বর ডিএসইতে এক হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন মন্দার পর বাজারে আস্থা ফিরে আসতে শুরু করেছে। আগামী দিনগুলোতে বাজার আরও ভালো হবে।

“লেনদেন বাড়ার মানে হচ্ছে বিনিয়োগকারীরা ফের বাজারমুখী হচ্ছেন। আর এটাই বাজার ইতিবাচক হওয়ার লক্ষণ মনে হচ্ছে।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৮৮ কোটি  ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৮৬ কোটি ৯৩ লাখ টাকা বেশি।

সোমবার এই বাজারে ৯০১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬২ কোটি ১৬ লাখ টাকা লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৪৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।