কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের দর কোনো কারণ ছাড়াই বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 12:16 PM
Updated : 8 July 2018, 12:16 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানি তিনটি হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এপেক্স ফুডস এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৭৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৮৮ টাকা ২০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ১১ শতাংশ।

এপেক্স ফুডসের শেয়ার দর ৩ জুলাই থেকে ০৫ জুলাই পর্যন্ত ২০৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ২৩৯ টাকায় পৌঁছায়। অর্থাৎ দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ৬০ পয়সা বা ১৫ শতাংশ বেড়েছে।

ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ১৫ টাকা ৬ পয়সা থেকে বেড়ে ১৭ টাকা ৮ পয়সা টাকায় পৌঁছায়। অর্থাৎ দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১৪ শতাংশ বেড়েছে।

কোম্পানি তিনটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই।

জবাবে কোম্পানির দুইটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।