আজিজ পাইপস ও নর্দার্ন জুটের দরবৃদ্ধি অস্বাভাবিক

আজিজ পাইপস ও নর্দার্ন জুট লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই বলে জানিয়েছে দুই কোম্পানির কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 09:43 AM
Updated : 2 July 2018, 09:43 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৮ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইতে ৫ জুন আজিজ পাইপসের শেয়ার দর ছিল ১৪২ টাকা ২০ পয়সা। ২৭ জুন তা বেড়ে ১৯৬ টাকা ৫০ পয়সা হয়।

নর্দার্ন জুটের শেয়ার দর ২৫ জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। শেয়ারটির দর ২৮৩ টাকা ২০ পয়সা থেকে ২৭ জুন বেড়ে ৩৪৮ টাকা  ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ার দুটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।