পুঁজিবাজারে বসুন্ধরা পেপার মিলসের লেনদেন শুরু

দেশের দুই স্টক এক্সচেঞ্জে শুরু হয়েছে পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 08:03 AM
Updated : 2 July 2018, 08:03 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কাগজ ও মুদ্রণ খাতে তৃতীয় কোম্পানি হিসেবে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলসের ডিএসইতে ট্রেডিং কোড হবে “BPML”; কোম্পানি কোড হবে ১৯৫১২। দুই স্টক এক্সচেঞ্জে “এন” ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে এই শেয়ার।

রোববার বেলা ১টা ৪২ মিনিটে শেয়ারটি ১৩৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল, যা শুরুর দামের তুলনায় ৫৩ টাকা ৭০ পয়সা বা ৬৭ দশমিক ১৩ শতাংশ বেশি।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে লেনদেনের প্রথম ৩০ দিন শেয়ারটি কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের এবিষয়ে সতর্ক করা হয়েছে।

২৫ জুন কোম্পানির আইপিওর লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

বসুন্ধরা পেপার পুঁজিবাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করবে।

এর মধ্যে কাট অফ প্রাইস বা ৮০ টাকা দরে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১২৫ কোটি টাকায় ইস্যু করা হয়।

বাকি ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে ৭২ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭৪ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকায় বিক্রি করা হয়।