ফের পড়েছে সূচক, তবে বেড়েছে লেনদেন

সূচকের পতন আর লেনদেনের বাড়ার মধ্যে দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 10:17 AM
Updated : 28 June 2018, 10:17 AM

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে।

টানা দুইদিন দর পতনের পর বুধবার ঘুরে দাঁড়িয়েছিল সূচক।

তবে সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৪০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট কমে প্রায় এক হাজার ২৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬১ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩৭ কোটি ৪৬ লাখ টাকা বেড়ে ১৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে।