দুইটি বিদ্যুৎকেন্দ্রের শেয়ার কিনবে ইউপিজিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (ইউপিজিডি) কোম্পানি নতুন দুইটি বিদ্যুৎকেন্দ্রের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 09:49 AM
Updated : 28 June 2018, 10:04 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

কোম্পানিটি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের (ইউএইএল) ৯২ দশমিক ৪১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার অভিহিত মূল্যে কেনা হবে। ১৯৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সরকারি বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে স্থাপিত।

অপর প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেডের (ইউইএল) ৫৩ মেগাওয়াট পাওয়ার প্লান্ট। যা শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) ভিত্তিতে কেনার সিদ্ধান্ত হয়েছে।  এই প্লান্টটি আশুগঞ্জের চর চারতলায় অবস্থিত।

এই শেয়ার কেনার প্রক্রিয়াসহ  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রষ্ঠিানের ছাড়পত্র নেওয়া নেওয়া হবে আগামী ১ জুলাই থেকে।

এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমপ্লায়েন্স পরিপালনসহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা করা হবে।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয় ২০১৫ সালে।

‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৩৯৯ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা।

ইউনাইটেড পাওয়ার এর মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ১৬৮টি।

সর্বশেষ গত বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ার ২৫০ টাকায় লেনদেন হয়েছে।