বিবিএসের তার কিনছে পল্লী বিদ্যুত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস ৯৩ কোটি টাকার তার সরবরাহ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 07:50 AM
Updated : 28 June 2018, 07:50 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২৪ হাজার ২৪২ কিলোমিটার তার কেনার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইতোমধ্যে বিবিএস কেবলসকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) দিয়েছে।

এনওএ পাওয়ার ২৮ দিনের মধ্যে বিআরইবির সঙ্গে বিবিএস কেবলসের চুক্তি হবে। চুক্তি স্বাক্ষরের চার মাসের মধ্যে বিআরইবিকে ২৪ হাজার ২৪২ কিলোমিটার তার সরবরাহ করবে বিবিএস কেবলস, যার বাজার মূল্য হবে ৯৩ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ১৮০ টাকা।

বিবিএস কেবলসের ১৬.৬৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের হাতে। এর ফলে

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তারা তার সরবরাহ করলে তার ইতিবাচক প্রভাব বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারেও কথা।