৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পপুলার লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 06:26 AM
Updated : 28 June 2018, 06:26 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এই সময়ে পপুলার লাইফ শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ২৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮০ টাকা ৫২ পয়সায়।

আগামী ২৭ অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। সেজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) তাদের প্রিমিয়াম আয় কমেছে ১৩৩ কোটি ১২ লাখ টাকা। আর কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৩ কোটি টাকায়।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় কমেছিল ১০১ কোটি ৯৩ লাখ টাকা। আর কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২ হাজার ৪০৩ কোটি ৩৭ লাখ টাকা।