ঘুরে দাঁড়িয়েছে সূচক

দুইদিন পতনের পর সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 10:32 AM
Updated : 27 June 2018, 10:32 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৫১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি ৯ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেয় ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছ ৪১টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে প্রায় এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে প্রায় এক হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৩৬ লাখ টাকা কমে ৪১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৬৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করছে।