কাট্টলী টেক্সটাইলের আইপিও অনুমোদন

কাট্টলী টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পেয়েছে; এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৪ কোটি টাকা তুলবে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 12:11 PM
Updated : 26 June 2018, 12:11 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাট্টলী টেক্সটাইল অভিহিত মূল্য ১০ টাকা করে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে ৩৪ কোটি টাকা সংগ্রহ করবে।

এই অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ডরমিটরি ভবন নির্মাণ, ঋণ পরিশোধ, জেনারেটর স্থাপন, বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন এবং আইপিওতে ব্যবহার করবে।

কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা।

২০১৭ সালের ৩০জুন পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ২০.৪৮ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।