দরপতন চলছেই

দরপতনের যে ধারা সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শুরু হয়েছিল, তা থেকে তৃতীয় দিনেও বের হতে পারেনি দেশের দুই পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 11:50 AM
Updated : 27 June 2018, 10:19 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৪২ পয়েন্ট পড়ে গেছে।

এদিন লেনদেনেও অধোগতি দেখেছে দুই পুঁজিবাজার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৪২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৪৮ লাখ টাকা কম।

এ বাজারে লেনদেনে অংশ নেয় ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির ও অপরিবর্তিত রয়েছ ৩৯টির দর।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে প্রায় এক হাজার ২৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৩৬ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সিএসইতে আট কোটি ৪৮ লাখ টাকা কমে ৭৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৪২ পয়েন্ট কমে ১৬ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে।