পুঁজিবাজারে বড় দরপতন

ঈদের পর দেশের পুঁজিবাজারে কিছুটা আশার আলো দেখা দিলেও সোমবার বড় দরপতনের মধ্য দিয়ে আগের নেতিবাচক ধারাতেই ফিরেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 11:48 AM
Updated : 25 June 2018, 11:48 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার বাংলাদেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৮ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২১৩ পয়েন্ট।

ঈদের ছুটির পর একদিন বাদে রোববার পর্যন্ত চার কর্মদিবসেই চাঙ্গা ছিল সূচক। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ পয়েন্ট বেড়েছিল। লেনদেনও বেশ বেড়েছিল।

চলতি সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইর প্রধান সূচক ৮০ পয়েন্টের বেশি বাড়ে। সোমবার সেই সূচক ৮৮ পয়েন্ট পড়ে গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৮৬ কোটি নয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৪৪ লাখ টাকা কম। রোববার ডিএসইতে ৭১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬১টির, কমেছে ২৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮৮ দশমিক ২০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৩৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে  অবস্থান করছে এক হাজার ৯৭৭ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৮৪ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৬৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।