সূচক বেড়েছে পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ দিনের তেজিভাব নতুন সপ্তাহের প্রথম দিনও অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 10:54 AM
Updated : 27 May 2018, 10:54 AM

রোববার সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৪৫৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৩২ পয়েন্টে পৌঁছেছে।

এর আগে গত ২০ মে পর্যন্ত টানা ১৩ দিনে ঢাকার পুঁজিবাজারের সূচক ৭.৩০ শতাংশ কমে যায়। এরপর ২১ মে সূচক সামান্য বাড়লেও মঙ্গল ও বুধবার আবারও পতন ঘটে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে কিছুটা তেজিভাব ফেরে।

সূচক বাড়লেও রোববার ডিএসইতে লেনদেন কমেছে। এদিন হাতবদল হয়েছে ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি ৪৭ লাখ টাকা কম।

এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছ ৫০টির দাম।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি ৬৯ লাখ টাকা বেশি।

লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।