সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন বুধবার সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 09:58 AM
Updated : 23 May 2018, 10:00 AM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০  পয়েন্ট কমে প্রায় পাঁচ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৪৫ পয়েন্ট কমে প্রায় এক হাজার ২৫১ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৬০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে বেশি।

লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত রয়েছ ৩৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই এদিন ২৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৬১০ পয়েন্টে নেমেছে ।

দিন শেষে সিএসইতে ২৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।