রাইট শেয়ার ছাড়বে ড্রাগন সোয়েটার

মূলধন বাড়াতে বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 06:35 AM
Updated : 23 May 2018, 06:35 AM

শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

বর্তমানে ১০ টাকা অভিহিত মূল্যের ড্রাগন সোয়েটারের মোট শেয়ার ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার। সে হিসেবে কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ১৩২ কোটি ২৫ লাখ টাকা।

কোম্পানিটি আরও ৮ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৬ শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা দরে বিক্রি করে ৮৮ কোটি ১৬ লাখ টাকা মূলধন বাড়াতে চায়। উৎপাদনক্ষমতা বাড়াতে এই টাকা খরচ করা হবে।

চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ড্রাগন সোয়েটারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১ টাকা ৭৫ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১ টাকা ০৪ পয়সা।

আইপিও প্রক্রিয়ায় ২০১৬ সালে এ কোম্পানি ৫৮ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছিল।

তালিকাভুক্তির পর গত দুই বছরে কোম্পানিটি ১৫ শতাংশ হারে বোনাস লভ্যাংশ দিয়ে আরও ৩২ কোটি টাকা মূলধন বাড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৩০ পয়সায় কেনাবেচা হয়েছে।