দরপতনেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 10:35 AM
Updated : 15 May 2018, 10:35 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি।

হাতবদল হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছ ৫৯টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩০০ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ৮১ লাখ টাকা বেড়ে ২৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৪ পয়েন্ট কমে ১৭ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।