এমএল ডায়িংয়ের আইপিও অনুমোদন

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান এমএল ডায়িং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 03:08 PM
Updated : 14 May 2018, 03:08 PM
সোমবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পনিটি শেয়ারবাজারে দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন এবং আইপিওতে ব্যয় করবে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

২০০১ সালে প্রতিষ্ঠানটি যাত্র শুরু করে।

এর প্রধান কার‌্যালয় গুলশানের নিকেতনে। কারখানা ময়মনসিংহের ভালুকায়।

এই কারখানা থেকে সব ধরনের সোয়েটার ও নিট ইয়ার্ন উৎপন্ন হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন গোলাম আজম চৌধুরী।