দুই বাজারেই কমেছে সূচক, লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 11:17 AM
Updated : 7 May 2018, 11:17 AM

সোমবার লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকলেও পরে পতনের মধ্যে দিয়ে লেনদেন ‍শেষ হয়। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে প্রায় পাঁচ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ৩৮ লাখ টাকা কম।

এদিন লেনদেনে অংশ নেয় ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক এক দশমিক ৭৪ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৩১৭ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৭৩ পয়েন্ট কমে প্রায় দুই হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৭ লাখ টাকা কমে ২১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করছে।