ইউপিজিডিসিএলের অস্বাভাবিক দরবৃদ্ধির ‘কারণ নেই’

মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 09:22 AM
Updated : 7 May 2018, 09:22 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

ইউপিজিডিসিএলের দাম ১৭ দিনে বেড়েছে প্রায় ২৪ শতাংশ। ৮ এপ্রিল এই শেয়ারের দাম ছিল ১৬১ টাকা ৪০ পয়সা, যা ৬ মে বেড়ে ১৯৯ টাকা ৮০ পয়সায় উঠেছে।

এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক ধরে নিয়ে ডিএসই কারণ জানতে চাইলে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, দাম বাড়ার মতো তাদের কাছে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।