একদিনে ২১% শতাংশ দর হারালো এবি ব্যাংক

অর্থপাচার কেলেঙ্কারিতে নিমজ্জিত পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক এক দিনে ২১ শতাংশের বেশি দর হারিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 09:05 AM
Updated : 3 May 2018, 09:24 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এবি ব্যাংকের শেয়ার সর্বশেষ ১২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩ টাকা ৩০ পয়সা বা ২১ দশমিক ২৯ শতাংশ কম।

এর আগে সকালে লেনদেন শুরুর পর এক পর্যায়ে শেয়ারটি ২৯ দশমিক ৭ শতাংশ দর হারায়, যা দিনের লেনদেনের হিসাবে ২০০৬ সাল থেকে শেয়ারটির সর্বনিম্ন দরপতন।

সাধারণ নিয়মে একদিনে একটি শেয়ারের দাম ১০ শতাংশ কমতে বা বাড়তে পারে। কিন্তু যেদিন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয় সেদিন এই বাধ্যবাধকতা থাকে না। 

বৃহস্পতিবার এবি ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের ২০১৭ সালের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয় । লভ্যাংশ না দেওয়ায় রোববার থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন হবে ‍এই ব্যাংকের শেয়ার ।

প্রথম প্রজন্মের এই বেসরকারি ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফাও কমছে; ২০১৭ সালে আগের বছরের তুলনায় প্রায় শেয়ার প্রতি ৯৮ শতাংশ কমে ৫ পয়সায় নেমেছে।

২০১৮ সালের জানুয়ারি–মার্চ প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩১ পয়সা।

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।